আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনামূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল আদর্শ সেবা সংস্থার উদ্যোগে ডিকেএমসি হাসপাতাল ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী স্থানীয় হতদরিদ্র, গরীব, অসহায়, দুস্থ, ভাসমান ও কর্মজীবী মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করে। পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, ডিকেএমসি হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, আদর্শ সেবা সংস্থার ফরহাদ হোসেন, লুৎফর রহমান, সেলিম রেজা, রাশেদ ফকির, পারভেজ ফকির, কামরুল হাসান, নিগার সুলতানা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব ভুঁইয়া, সমাজসেবক এডভোকেট নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা কিরণ ভুঁইয়া প্রমুখ।

চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ঢাকা মেডিকের কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ এম.এ কাশেম, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সার্জান ডাঃ মোহাম্মদ নেয়ামূল হাসান, শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডাঃ হাবিবুর রহমামন, ডাঃ তানিয়া তামান্না, ডাঃ রেজোয়ান হক বারী, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির, স্যার সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ফৌজিয়া নাসরিনসহ ১৫ জন চিকিৎসক।

পরে ৫শতাধিক গরীব, দুস্থ, হতদরিদ্র, ভাসমান ও কর্মজীবী মানুষের মধ্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।