টি.আই.আরিফ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ২৯ ডিসেম্বর সোমবার মুড়াপাড়ায় সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, তারাব পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীরসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে সহকারী রিটানিং অফিসারের কাছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেহান আফজাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা(দাঁড়িপাল্লা) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৪১৫ জন। প্রার্থীর সংখ্যা বিগত বছরের তুলনায় এবার অনেক কম।
নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির জানান, মনোনয়ন দাখিল করা প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে চলার আহবান জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন আচরণ ভঙ্গ কারীদের বিষয়ে কঠোর থাকবে।

