সংবাদচর্চা রিপোর্ট :
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। রোববার ১৬ নভেম্বর সকালে কাঞ্চনের নবারুন জুটমিলের মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া । উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড.মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ কাঞ্চন পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া বলেন, সবাই ধানের শীষে ভোট দেবেন। আমরা আপনাদের কল্যাণে কাজ করবো।

