আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বাড়িঘরে হামলা, শ্লীলতাহানি,আহত-৩

রূপগঞ্জ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা  এক নারীকে টেনেহিচঁড়ে শ্লীলতাহানি করে। শুক্রবার দুপুরে উপজেলার হানকুর এলাকায় এ ঘটনা ঘটে।

রোমান মিয়ার থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার সঙ্গে পাশ^বর্তী বাড়ির লোকমান সরকারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত শুক্রবার দুপুরে লোকমান সরকার, কাদির সরকারসহ তাদের লোকজন রোমান মিয়ার বাড়িঘরে হামলা চালায়।  এসময় বাঁধা দিলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে তার মামা মোস্তফা মিয়া এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে।

এসময় মোস্তফা মিয়ার স্ত্রী জাহানারা বেগম হামলাকারীদের বাঁধা দেওয়ায় তারা  টেনেহিচঁড়ে তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্ত লোকমান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) ইসমাঈল হোসেন বলেন, এ ধরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।