আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্ট্রার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ”বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় নারায়নগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, তিতাস গ্যাসের ডিজিএম বাসু দেব শাহা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, ফেরদৌসি আলম নিলা, ওসি ইসমাইল হোসেন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, মুক্তিযোদ্ধা আল-আমিন দুলাল, তাবিবুল কাদির তমাল, শাহরিয়ার পান্না সোহেল, ডাঃ জাহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী এহসানুল হক, কামাল আহাম্মেদ রঞ্জু, ইয়াছিন মিয়া প্রমুখ। শোভাযাত্রাটি উপজেলা কড়ইতলা মঞ্চ থেকে মুড়াপাড়া বাজার, মঠেরঘাট, রূপগঞ্জ প্রেসক্লাব হয়ে ফের কড়ইতলা মঞ্চে এসে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন অতিথিবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ