আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ফেনসিডিল উদ্ধার,আটক ২

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ৯ মে সকালে রূপগঞ্জের কালনী বাজারস্থ বাবুলের চায়ের দোকানের সামনে থেকে ১৮০ (একশত আশি) বোতল ফেন্সিডিলসহ শরীফ ও আলমগীর নামক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনকারী তাদের একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলা নং- ২৮ (০৯/৫/২০২২)।

গ্রেফতারকৃত আসামি মোঃ শরীফ (২৮) সোনারগাঁয়ের চর কামালদী এলাকার মোঃ নুরে আলম এর ছেলে, একই থানার কলতাপাড়া এলাকার মোঃ শহীদুল্লা এর ছেলে আলগীর (৩৫)। আসামিদেরকে নারায়ণগঞ্জ কোর্টে সোপর্দ করা হয়েছে।