আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় দুঃস্থদের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয় । এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার ( ভূমি ) তরিকুল ইসলামসহ সেনা সদস্যরা।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে রূপগঞ্জের প্রায় ১৮৫০ টি দরিদ্র, অসহায় পরিবার পাবে সরকারী খাদ্য সামগ্রী ।

ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সংবাদচর্চাকে জানান, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ,১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ টা সাবান । ১৮৫০ প্যাকেট খাদ্য সামগ্রী পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়া হয়েছে।  সেখান থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রায় ৩০০ প্যাকেট শনিবার বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী মজুদ রয়েছে। তা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ