আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে প্রতারনার ফাঁদ সেফটি মাল্টি পারপাস

রূপগঞ্জ প্রতিনিধি:
উপজেলার ভূলতা এলাকার আজিস সুপার মার্কেটে সেফটি নামের একটি মাল্টিপারপাস শাখা অফিস রয়েছে। এই সেফটি নামের মাল্টিপারপাস ইতিমধ্যে এলাকার সাধারণ মানুষের কাছে হায় হায় খায় খায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাতিয়ে নিয়েছে গ্রাহকের কোটি কোটি টাকা। কিছু সংখ্যক শিক্ষিত যুবক-যুবতিদের দিয়ে পরিচালিত হয়ে আসছে অত্র প্রতিষ্ঠানটি। মাল্টিপারপাসের নেই কোন ব্যাংক একাউন্ট। উক্ত প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ র্কমর্কতা-র্কমচারীদের মধ্যে আত্মসাৎকৃত টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তৈরি হলে অত্র প্রতিষ্ঠানের একদল র্কমর্কতা-র্কমচারী মিলে প্রতারনার আরেক নতুন ফাঁদ খুলে বসেছে। যার নাম দেয়া হয় সেফটি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ। মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন মোছাঃ ফারজানা। গ্রাহককে পরিচয় দেন ফারজানা মালিক,আর মালিক বলে মানুষ টাকা দিচ্ছে। এরকম আরও চক্র প্রতারনার নীল নকশা আঁকছেন। ফারজানার কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন,আমার কিছু বলার নেই আপনারা সাংবাদিক বলে আমি বয় পাইনা আমার ছুট ভাই এডভোকেট। অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য,জানা যায় ফারজানা মালিক না মাঠকর্মী। ফারজানার কাছে মালিকের নাম জানতে চাইলে তিনি অসিকার করে বলেন, আমি নাম জানি না।

এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানা ইনচার্জ ওসি ইসমাইল হোসেন তিনি বলেন, তথ্য পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। সাধারণ গ্রাহকদের এখন একটিই দাবী খুব শীঘ্রই যাতে তদন্ত শেষ করে তাদের জমাকৃত অর্থ যথাযথভাবে তাদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে