টি.আই.আরিফ:
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব হাবিবুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। ইতোমধ্যে রূপগঞ্জের ৭ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় তিনি দোয়াত কলম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শেষ করেছেন। দলীয় নেতাকর্মীদেরকে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও এখন দোয়াত কলমের পক্ষে কাজ করছে। গতকাল রূপগঞ্জ, মুড়াপাড়া, চনপাড়ায় গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান। শেষ মূহূর্তের প্রচারণায় তিনি ব্যস্ত সময় পার করছেন। ভোটারদেরকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে রূপগঞ্জে মাদক, সন্ত্রাস থাকবে না। স্থানীয় সাংসদের সমর্থনে তিনি রূপগঞ্জের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবেন।
এবার রূপগঞ্জে শুধু চেয়ারম্যান পদে ভোট হবে। এই পদের জন্য লড়ছেন দুই জন প্রার্থী। অপর প্রার্থী হলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু (আনারস)।
আগামী ২১ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার রূপগঞ্জে ভোট কেন্দ্র ১৪০ টি। মোট ভোটার ৪ লাখের অধিক। আনারস মার্কার সমর্থকদের খুব কম দেখা যাচ্ছে।