সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জে দেশীয় পিস্তলসহ রাকিব ওরফে ঘুই রাকিব (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব উপজেলার মাছিমপুর এলাকার সামসল হকের ছেলে। এসময় সন্দেহজনকভাবে রনি নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর এলাকার সামসুল হকের ছেলে মোমেনের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় একটি পিস্তল উদ্ধার করেন। এসময় রাকিবকে গ্রেপ্তার করা করতে পারলেও মোমেন পালিয়ে যায়।
রাকিবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চুরি, ছিনতাই, অস্ত্র মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে জেলা আদালতে পাঠানো হয়েছে।