আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পিতা-পুত্র হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের পিতা জালাল মিয়া (৪৫) ও পুত্র নজরুল ইসলাম বাবু (২৩) হত্যা মামলার আসামী তাওলাদ গ্রেফতার হওয়ার পর তার সহযোগী আসামী রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ মার্চ শুক্রবার সোনারগা থানার মিরেরটেক থেকে তাওলাদ হোসেন(৪২)কে গ্রেফতারের পর রূপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে রিয়াজ মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তাওলাদের বিরুদ্ধে রূপগঞ্জ সোনারগাঁ, ঠাকুরগাঁও থানায় হত্যা,মাদক, ছিনতাই ও পুলিশের উপর হামলা সহ ১৮টি এবং রিয়াজের বিরুদ্ধে ৭/৮ টি মামলা রয়েছে। তাওলাদ হোসেন কে শুক্রবার কারাগারে প্রেরণ করেছে আদালত।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, ওয়ারেন্টভুক্ত আসামী তাওলাদ ও রিয়াজ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে রিয়াজ মিয়াকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ