আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক জশনে জুলুস শোভা যাত্রা বের হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানা সংলগ্ন ঈদগা মাঠ থেকে জশনে জুলুস শোভা যাত্রা শুরু হয়ে পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ী বাজার এলাকায় শেষ হয়। জনাব ফারুকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে পবিত্র জশনে জুলুছে ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) শোভা যাত্রায় নেতৃত্ব দেন পীরে তরিকত রহনুমায়ের শরীয়ত, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর সভাপতি হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মোঃ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী।এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান, পীরজাদা আলহাজ্ব জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী, হিযবুর রসুল রূপগঞ্জ থানা সভাপতি আলহাজ্ব মুফতি মোঃ রমজান আলী আরেফি, সাধারণ সম্পাদক মোঃ মোসলেম হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, ইসলামি ফ্রন্ট রূপগঞ্জ থানা সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ভূইয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত রূপগঞ্জ থানা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, মাওলানা মোঃ আবু সাইদ, আলহাজ্ব সাইদুর রহমান, সাংবাদিক সাকের আহম্মেদ, সুলতান মহিউদ্দিন, হাফেজ মোঃ মমিনুল ইসলাম, গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, আঃ কাদিও প্রমুখ। পরে মিলাদ ও মোনাজাতের মধ্যদিয়ে এ জুলুসের সমাপ্ত হয়।