নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানু , মুক্তিযোদ্ধা কমান্ডার পিনু নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজান,জব্বার মেম্বার , উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব,সাবেক ছাত্রলীগের সভাপতি মাছুম চৌধুরী অপু, শ্রমিকলীগ নেতা মিলন।
বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে ঘন্টা ব্যাপী গোলাম দস্তগীর গাজীর সাথে আলোচনা হয় শাহজাহান ভূইয়া, হাবিবুর রহমান হারেজসহ গাজী বলয়ের বাইরে যারা এত দিন ছিলেন তাদের সাথে । দীর্ঘ দিন যাবত গোলাম দস্তগীর গাজীর সাথে অভিমান করে উপজেলা আওয়ামী লীগের একটি অংশ দুরে ছিলেন । কিন্তু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব ভেদাবেদ ভুলে গিয়ে গোলাম দস্তগীর গাজী এবং শাহজাহান ভূইয়া, হারেজসহ গাজী বলয়ের বাইরে যারা এত দিন ছিলেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। আর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন প্রুপিং নেই।
গতকাল গোলাম দস্তগীর গাজী শাহজাহান ভূইয়া হাবিবুর রহমান হারেজ একত্রে নৌকার মিছিল করেছেন। মিছিলে গাজী ভাই শাহজাহান ভাই এক ভাই , শ্লোগানে মুখোরিত করে তোলে ছাত্রলীগ ,যুব লীগের নেতা কর্মীরা। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে গোলাম দস্তগীর বিজয় প্রায় নিশ্চিত । এখানে তার পক্ষে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রূপগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছে।
এদিকে রূপগঞ্জে বিএনপির মধ্যে কোন্দল চরমে। এখানে বিএনপি তিন ভাগে বিভক্ত রয়েছে। এক গ্রুপে রয়েছে বিএনপির মনোনয়ন বঞ্চিত এড তৈমূর আলম খন্দকার,অপর গ্রুপে রয়েছেন মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনিরুজ্জামানের পক্ষে এখন পর্যন্ত তৈমূর আলম এবং দীপু ভূইয়া ভোটের মাঠে নামেন নাই। অনেক বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজী মনিরুজ্জামানকে ধানের শীষের প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। ফলে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার এবং মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়াতে বিভক্ত হয়ে পড়েছেন কাজী মনিরুজ্জামান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান যদি কোন্দল না মেটাতে পারে তবে আগামী নির্বাচনে রূপগঞ্জে বিএনপির ভরাডুবি হতে পারে। আর নারায়ণগঞ্জ ১ আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী চালকের আসনে রয়েছেন। আওয়ামী লীগের ঐক্যবদ্ধতাই গোলাম দস্তগীর গাজী কে বাড়তি সুবিধা দিবে ।