আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নূর ফুডের মাল জব্দ, ম্যানেজারকে জরিমানা

রূপগঞ্জে নূর ফুড প্রোডাক্সের এরিয়া ম্যানেজারকে নগদ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার জামদানী পল্লী এলাকায় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম এ জরিমানা করেন। জানা গেছে  মেয়াদোত্তীর্ণ পন্য ও বিএসটিআই অনুমোদন না থাকার কারনে তাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে নূর ফুড প্রোডাক্টস নামে একটি কোম্পানী বিএসটিআই এর অনুমোদন ছাড়া পন্য বাজারজাত করছে। গত মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত কোম্পানীর এরিয়া ম্যানেজার নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে বিএসটিআই সিল ছাড়া মেয়াদোত্তীর্ণ ৬’শ প্যাকেট চানাচুর, ললিপপ, ডালভাজা উদ্ধার করেন। এসময় উদ্ধারকৃত সকল মালামাল পুড়িয়ে ধংস করে ফেলা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনকে নগদ ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন।

সর্বশেষ সংবাদ