আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নির্মাণ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল তারাব বিশ্বরোড এলাকায় অন্তর্বর্তী সরকারের ত্রাণ তহবিল থেকে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক সহযোগিতায় উপজেলার ইমারত নির্মাণ শ্রমিকদের মাঝে দেড়শত (১৫০) পিস কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য মানিক মিয়া এবং সদস্য মোঃ মনসুর হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকারের এই মানবিক সহায়তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।