আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঈমান আলী (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।   রূপগঞ্জ থানার এসআই রোকনুজ্জামান জানান, গত ১৬ এপ্রিল নিজবাড়ী ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকা থেকে নিখোঁজ হয় চান মিয়ার ছেলে ঈমান আলী।

বহু খোঁজাখুজির পরও না পেয়ে পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। এদিকে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পার্শ্ববর্তী আউখাবো শান্তিনগর এলাকায় জনৈক মধু মিয়ার পরিত্যক্ত জায়গা থেকে ঈমান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন পুলিশ। তবে ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে বলে জানান এসআই।