সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার ( ভূমি) আতিকুল ইসলাম। বুধবার ( ১৭ মার্চ) তাকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে রূপগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ঢাকা) হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত নানা অভিযোগের পর রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁনকে রূপগঞ্জ থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একইদিন বদলি করা হয়েছে।