আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। সোমবার বিকেলে উপজেলার রূপসী গাজী ভবনে এ অর্থ বিতরণ করা হয়। এসময় মেয়র বলেন, জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এখন সব ধর্মের লোক উৎসব পালন করতে পারছে। সবাই সাবধানে পূজা করবেন। বিবোধী দল পূজা নিয়ে রাজনীতি করার ষড়যন্ত্র করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ফিরোজ ভুইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগ্রাম চন্দ্র দাস রানা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার, সুব্রত চন্দ্র সরকার, দিঘেন চন্দ্র বিশ্বাস, কৃষ্ণ গোপাল শর্মা সহ অনেকে।