আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিরাজুল ইসলাম ও লিটন নামে দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার তারাব পৌরসভার পবনকুল এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সিরাজুল ইসলাম ও পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার মালিপাড়া এলাকার খেদমত আলীর ছেলে লিটন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, সিরাজুল ইসলাম ও লিটন পবনকুল, মোগড়াকুলসহ আশ পাশের এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পবনকুল এলাকায় অভিযান পরিচালনা করে ২০পিছ ইয়াবাসহ তাদের দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত সিরাজুল ইসলামকে এক বছর ও লিটনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের নারায়নগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।