রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার হিরনাল ও দাউদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হিন্নাল এলাকার আব্দুল রহমানের ছেলে আক্তার হোসেন ও দাউদপুর এলাকার হবি মিয়ার ছেলে আনোয়ার হোসেন অনু।
ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম জানান, গ্রেফতারকৃতরা উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসলে বলে পুলিশের কাছে খবর ছিলো। বেলা ১২ টার দিকে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে আক্তার হোসেনকে ৩০ পিছ ও আনোয়ার হোসেন অনুকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।