রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রূপগঞ্জে দুই মাদকসেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার মোগরাকুল এলাকার হেকিম মিয়ার ছেলে সুমন ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার পথপুটি এলাকার জামাল খানের ছেলে রনি খান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, উপজেলার হাটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে তাদেরকে আটক করে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সুমন ও রনি খানকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।