নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে মাদক সেবনের সময় মাদক সেবীদের চিনে ফেলায় সজিব মিয়া (২৮) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে মাদক সেবনকারীরা হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাঘবের এলাকায় ঘটে এ ঘটনা।
আহত দিনমজুর জানান, সে বাঘবের টিনর এলাকার আলামিনের ছেলে। শনিবার রাতে তারাবির নামায শেষ করে কাজের ব্যাপারে কথা বলতে সহকর্মী স্থানীয় এলাকার আলম ও ফজলুর কাছে যায় সজিব মিয়া। রাত সাড়ে ১১টার দিকে সে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজ বাড়ীতে যাবার সময় দেখে একই এলাকার খালেকের ঘরের সামনে অন্ধকারে কয়েকজন বসে মাদক সেবন করছেন। তখন সজিব টর্চলাইটের আলো দিয়ে তাদের দেখে চিনে ফেলে। এনিয়ে খালেকের ছেলে সবুজ ও মজিবুরের ছেলে মাসুম নামে দুই মাদক সেবীর সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাদকসেবী মাসুম ধারালো ছোড়া দিয়ে হত্যার উদ্দেশ্য সজিবের পেটের বাম দিকে সজোরো আঘাত করে গুরুত্বর জখম করে। তার চিৎকারে আশে পাশে লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযাগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।