আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগ‌ঞ্জে তিতাস টি‌মের উপর হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় বাঁধা ও টিমের উপর হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করার ঘটনায় ১৪ জনের নামে ও অজ্ঞাত ৩শ জনের নামে মামলা দায়ের করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তিতাস গ্যাস টিএন্ডডি কোঃ লিমিটেডের রূপগঞ্জ যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক (ইএসএস) মোঃ রফিকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, কাঞ্চনের কালাদি এলাকার খোশ আক্তার, বরুটিয়া কলাতলী এলাকার রিপন, কালাদি এলাকার পনির, জাহিদুল, শওকত, আঃ আজিজ, ফজলুল হক, আক্তার, হামিদুল, নেওয়াজ আলী, আব্দুল হক সরকার, বিল্লাল, বাবু, শরীফ।

মামলার বাদী তিতাস গ্যাস টিএন্ডডি কোঃ লিমিটেডের রূপগঞ্জ যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক (ইএসএস) মোঃ রফিকুজ্জামান জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন, কালাদিসহ বেশ কয়েকটি এলাকায় কয়েক’শ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। গত রোববার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাসের বিচ্ছিন্ন টিম কাঞ্চন এলাকায় পৌছে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মাটি খোঁড়া শুরু করলে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় বিক্ষুব্ধরা ক্ষিপ্ত হয়ে বিচ্ছিন্ন টিমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তিতাস গ্যাসের বিচ্ছিন্ন টিমের ভেকুসহ দুটি গাড়ি ভাংচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।