আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডেঙ্গুতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:


ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রূপগঞ্জ থানায় কর্মরত মো. সাজ্জাদ হোসেন নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে তিনি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত সাজ্জাদ মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব রতনপুর গ্রামের আবুল কাশেম ভূইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ সংবাদচর্চাকে জানান, সাজ্জাত হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলো। ওর পরিবার আমাদেরকে যা বলেছে তাতে সে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ।

জানা গেছে রূপগঞ্জ থানায় কর্মরত এএসআই সাজ্জাদ হোসেন গত ২৯ মে রূপগঞ্জ থানায় যোগদান করেন। গত ১৫ আগষ্ট তিনি শারিরিকভাবে অসুস্থ হয়ে পরলে তাকে নারায়ণগঞ্জের পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তিতে তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকাস্থ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।