আজ শনিবার, ৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডাক্তারের অবহেলায় শিশু মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট : আঠারো মাস বয়সী মিথিল নামের শিশুটি বুধবার (১৯ফেব্রুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভূলতা মেমোরি হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (শিশু বিশেষজ্ঞ) ডাক্তার তাহমিনা বিনতে মতিন শিশু মিথিলকে ভর্তি হওয়ার আগে প্রাথমিক চিকিৎসা করলে মিথিল আগে থেকে অনেকটা ভালো হয়ে যায়। ডাক্তার তাহমিনা বিনতে মতিন মেমোরি হাসপাতালের ডিউটি ডাক্তার আশিকে ডেকে বলে যায়, মিথিলকে চিকিৎসা দেয়ার জন্য এবং ভর্তি করার। তবে ডিউটি ডাক্তার আশিক কি শিশু মিথিলের চিকিৎসা করেছে? না বরং অন্য কিছু বলছেন। ডিউটি ডাক্তার আশিক বলেন, আমি এই রোগীর চিকিৎসা করতে পারবো না। পরে এই নিয়ে ডিউটি ডাক্তারের সঙ্গে ডাক্তার তাহমিনা বিনতে মতিনের ঝগড়া হয়। ডাক্তার তাহমিনা বিনতে মতিন মেমোরি হাসপাতালের ম্যানেজারের কাছে ঝগড়ার বিষয়টি বলে যায়। ডাক্তার তাহমিনা বিনতে মতিন হাসপাতাল থেকে বাসায় চলে গেলে ডিউটি ডাক্তার আশিক রাত ১১ টার দিকে বলেন, শিশু রোগী মিথিলের চিকিৎসা মেমোরি হাসপাতালে হবে না। আপনারা তাকে অন্য হাসপাতালে নিয়ে যান। ডিউটি ডাক্তার আশিক আরো বলেন, ডাক্তার তাহমিনা বিনতে মতিন তিনি বড় হাসপাতালের ডাক্তার হতে পারে কিন্তু তার চিকিৎসা ভালো না। ডাক্তার আশিকের এমন কথা শুনে মেমোরি হাসপাতালের এম্বুলেন্সে করে মিথিলকে নিয়ে ঢাকা যাওয়ার পথে রাত ১২টার দিকে শিশু মিথিল না ফেরার দেশে চলে যান।

স্পন্সরেড আর্টিকেলঃ