আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

রূপগঞ্জ উপজেলায় ৭০ বছরের এক বৃদ্ধকে ধারালো চাকু দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে ডাকতরা।

রোববার দিবাগত রাতে উপজেলার ভায়েলা গ্রামের রফিকুল ইসলাম খানকে নির্মমভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে সশস্ত্র ডাকত দলের সদস্যরা।

এরপর রক্তাক্ত বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার রফিকুল ইসলাম খানকে মৃত ঘোষনা করে।

নিহতের স্ত্রী রুপালি বেগম জানিয়েছেন, তার সন্তানেরা ঢাকায় থাকে। রোববা দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের বাড়ীতে প্রবেশ করে তাদেরকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে। এ সময় ডাকাতরা ঘরের আলমারিতে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করার চেষ্টা করে। সে সময় রফিকুল ইসলাম খান ডাকাতদের বাঁধা দিলে অস্ত্রধারীরা তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা আহত রফিকুল ইসলাম খানকে রক্তাক্ত অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(সংবাদচর্চা/২০জুন/এমএল)