রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বুধবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার নান্নু টেক্সটাইল মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডেমড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ফজলুর রশিদ জানান, গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার নান্নু টেক্সটাইল মিলের একটি তুলার গোডাউনের এক পাশে আগুন ধরে যায়। পরে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে।
খবর পেয়ে ডেমড়া ফায়ার সার্ভিস ও কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো কিছুক্ষনের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত আগুনের সুত্রপাত ও কি পরিমান মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছেনা। এদিকে, এ ব্যাপারে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।