সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিতাসহ পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে ছোট ছেলে। বুধবার সকালে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় ঘটে এ ঘটনা।
আহত নজরুল ইসলাম জানান, তার ছোট ভাই জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে বুধবার সকালে জহিরুল ইসলাম, তার স্ত্রী রাবেয়া ও ছেলে রাব্বি মিয়া সহ আরো দুই তিন জন অকথ্য ভাষায় গালাগাল করে।
নজরুল ইসলাম তাদেরকে গালাগাল করতে নিষেধ করে। এসময় তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে স্ত্রী সামসুন্নাহার সন্তান মৃদুল, তার পিতা চাঁন মিয়া ও মা আনোয়ারা বেগম এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে।
এ ঘটনায় নজরুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে।