সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে মাদক ও জঙ্গি তৎপরতা বাড়তে পারে, এজন্য এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আফসার উদ্দিন খান চনপাড়া ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রোকন, ভুলতা ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রফিকুল হক সহ ৫০ সদস্যের পুলিশ টিম অভিযানে অংশ নেয়।