
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সভাপতি হাসিবুর রহমান হাসিব এর ৪র্থ মৃত্যুবার্ষিকি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি ১৯৮৪ সালের ১২ আগষ্ট রূপগঞ্জের রূপসি এলাকায় জন্মগ্রহন করেন। ২০০২ সালে রূপসি নিউ মডেল স্কুল থেকে এস,এস,সি পাশ করেন। পরে তেজগাঁও পলিটেকনিক ইনিস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন । ২০১৩ সালে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিবাচিত হন।
তিনি ২০১৩ সালের ১৫ ই ডিসেম্বর মর্মান্তিক সড়ক দূঘটনায় ২৯ বছর বয়সে নিহত হন। এ সময় তিনি অসংখ্য দলীয় নেতা-কমী ও তার শুভাকাঙ্খী রেখে যান।
প্রয়াত হাসিবের স্মরণে তার বন্ধুরা সহ রূপসি এলাকাবাসী শহীদ বকুল স্মৃতি সংসদে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান জনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠিন সম্পাদক রাতুল আহমেদ খোকন, সহ-সম্পাদক রানেল, মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার, সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ, তারাব পৌরসভার সভাপতি আদনান, সাধারণ সম্পাদক জুম্মান, হোসেন, আবদুল্লাহ, মুহিন, তুহিন, মাসুম, আরিফ খান জয়, উজ্জল প্রমুখ।

