আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার -পিয়ন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ও পিয়নকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

হাজতবাসীরা হলেন- গ্রামীণ ব্যাংক ভোলাব শাখার ম্যানেজার সাইফুল ইসলাম ও পিওন আশরাফুল ইসলাম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে আদালতে উঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওসার আলম আসামিদের হাজতী পরোয়ানা দিয়ে কারাগারে প্রেরণে আদেশ দেন।

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ২০ সেপ্টেম্বর।এর আগে ১৫ সেপ্টেম্বর তাদের গ্রেপ্তার করে পুলিশ।