আজ শনিবার, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ

রূপগঞ্জে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরা দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে ব্লাকমেইলের চেষ্টায় পুলিশ সজিব নামে এক লম্পটকে গ্রেপ্তার করেছে । সোমবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা। বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। তিনি জানান, পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, চারিতালুক এলাকায় এক গৃহবধুর গোসল করার দৃশ্য ভিডিও ধারন করে ব্লাকমেইল করার উদ্দেশে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারন করে। সোমবার দুপুরে গৃহবধূ গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইল ডুকিয়ে দেখেন এতে তার গোসলের নগ্ন ভিডিও ধারন করা হয়েছে। পরে গৃহবধু বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায় । পরে  তারা ডিভাইসটি একই জায়গায় রেখে দেন। সোমবার সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে লম্পট সজিব সেটি নিতে আসলে গৃহবধুর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই  গৃহবধু রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করে জানান গৃহবধুকে ব্লাকমেইল করে অসৎ উদ্দেশ্য হাসিল করতেই সে এ কাজ করেছে।

সর্বশেষ সংবাদ