আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ ইউনিয়নের বাগবের, পানিআগ্রা, টিনর, কেয়ারিয়া, গোয়ালপাড়া, মাইঝপাড়া, টেকনোয়াদ্দা, হারারবাড়ি, পশি, মিল্কিপাড়া, বৌড়ারটেকসহ আশপাশের এলাকার গরীব দুঃস্থদের মাঝে গতকাল ১৮ এপ্রিল মঙ্গলবার ঈদ উপহার প্রদান করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার পক্ষে এ ঈদ উপহার প্রদান করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, সেমাই, লবণ।

বাগবের বাজার মাঠে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোন্তাজউদ্দিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ ইউনিয় যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ তাঁতীলীগের সভাপতি আলম হোসেন, রূপগঞ্জ ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, সামছুল হক প্রধান, রূপগঞ্জ ইউনিয় ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহম্মদ, যুবলীগ নেতা সাইফুর ইসলাম, পারভেজ আহমেদ, হামিদুল হক প্রমুখ। পরে গরীব, দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।