আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে খামার থেকে ১০ লাখ টাকার মাছ চুরি

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসিন নামে এক মৎস্য খামারির খামার থেকে দশ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার পূর্বাচল উপ-শহরে ৯ নং সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।

খামারের মালিক মাহসিন জানান, তিনি পূর্বাচল ৯ নং সেক্টরে পূর্ব পাশের পুকুরে রুই, কাতলা, চিতল, স্বরপুটি, গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে। বেশকিছুদিন ধরেই সাইফুল ইসলাম নামে এক চোর রাতে আধারে পুুকুরের মাছ চুরি করে নিয়ে অন্যত্র বিক্রি করে আসছে। মঙ্গলবার সকালে মহাসিন মৎস্য খামারে গিয়ে দেখেন তার পুকুরে মাছ নেই। পরে তিনি জানতে পারেন সোমবার রাতে সাইফুল, রহমানসহ অজ্ঞাত ৬/৭ মিলে তার পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।