আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ক্ষুধার্ত কুকুর-বিড়াল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জবাসী করোনা ভাইরাস প্রতিরোধে গৃহবন্দি হয়ে পড়েছে। সম্প্রতি লকডাউনে ঘরবন্দি মানুষ, রাস্তায় রাস্তায় খিদেয় মরে যাচ্ছে কুকুর-বিড়ালরা, পেটের জ্বালায় বেরিয়ে আসছে তাদের বন্যতা এমনই চরম নিদর্শন মিলল করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত সোমবার মধ্যরাত থেকে সারা রূপগঞ্জে বাঁশের ব্যারিকেড দিয়ে গ্রামের পাড়া মহল্লায় গণ-লকডাউন। অধিকাংশ মানুষই বাড়ির মধ্যে তালাবন্দি। এই অবস্থায় রাস্তা দখল নিয়েছে কুকুর বিড়ালরা। এদিকে, মানুষ ঘর থেকে না বের হওয়ায় অনেক জায়গাতেই খাবার জন্য কিছুই জুটছে না রাস্তার কুকুরদের। আর পেটের জ্বালায় বেরিয়ে আসছে তাদের বন্যতা, অদিমতা। মঙ্গলবার উপজেলার গাউছিয়া এলাকা ঘুরে দেখা গেলো কুকুরের বন্যতার নিদর্শন। গাউছিয়া মানুষ শূণ্য হওয়ায় মনে হয় যেন কুকুরদের দখলে চলে গেছে পুরো গাউছিয়া। কিছুদিন আগেও এই গাউছিয়া মার্কেটে হাজারও মানুষের ভিড় থাকতো। কারণ এই মার্কেটটি কাপড়ের মার্কেট হিসেবে বিখ্যাত। তখন কুকুর-বিড়ালের খাবারের অভাব ছিলো না। এই এলাকায় করোনা রোগী ধরা পড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে এই এলাকাটি লকডাউন করে দেয়া হয়। বর্তমানে এই এলাকাটি মানুষ শূণ্য। এই অবস্থায় গত কয়েকদিন ধরেই খাওয়ার কিছুই জুটছে না এই এলাকার পথ কুকুরদের। মঙ্গলবার সকালে প্রায় ৭-৮টি ক্ষুদার্ত কুকুরের দল একটি বিড়ালকে বেকায়দায় ঘিরে ধরতে দেখা গেছে। বিড়ালটিকে কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও এগোতে সাহস করেননি এলাকার কেউ। সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন একজন সংবাদমাধ্যমকর্মীও। ওই ক্ষুদার্ত কুকুরগুলি এমনই ভয়ঙ্কর মেজাজে ছিল যে ক্যামেরায় সেই ঘটনার ছবিও তোলার সাহস করতে পারেননি তিনি। শুধু সাংবাদিক নন, এই ঘটনার পর এলাকাবাসীও ওই কুকুরদের নিয়ে দারুণ উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন।