সংবাদচর্চা রিপোর্ট:
পানি উন্নয়ন বোর্ড রূপগঞ্জ উপজেলার তারাব পোরসভাসহ বিভিন্ন নিন্মাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে শুক্রবার সকাল থেকে ক্যানেল সংস্কার শুরু হয়েছে ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান,জলাব্ধতা দুর করার জন্য পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে। কিছু কিছু এলাকায় প্রভাবশালীরা ক্যানেলগুলো দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছে। ওইসব স্থাপনাও ভেঙ্গে ঘুরিয়ে দেয়া হবে।
রূপগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বৃষ্টি হলেই উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার পরিবার দুর্ভোগে পড়ে। এ দুর্ভোগ নিরসনে প্রতিটি এলাকার বেদখলকৃত ক্যানেল উদ্ধার ও ভরাট হয়ে যাওয়া ক্যানেলগুলো সংস্কার করা হচ্ছে।