তুহিন মোল্লা,রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম এ কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমুখ। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের কৃমি নিয়ন্ত্রণ সম্পর্কে অবহিত করা হয়েছে।###