সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষার ফল ২৬ আগস্ট বুধবার প্রকাশ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লায়ন মু. হাবিবুর রহমান হারেজ। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আখতার, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, সমিতির কর্মকর্তা মো: মশিউর রহমান তারেক, শামীমা সুলতানা উমা, শামীমা আক্তার ঝুনু, এনামুল হক সিকদার, শফিকুর রহমান, ফিরোজুল ইসলাম,মজিবুর রহমান, ফলাফল কমিটির আহবায়ক ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য ২০১৯ সালে রূপগঞ্জের শতাধিক কিন্ডারগার্টেনের সহস্রাধীক ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ৪৫জন সেভেনস্টার, ৯১জন ট্যালেন্টপুল ও ১২৭জন ছাত্রছাত্রী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।