আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কভার ভ্যানের সংঘর্ষ

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে তিনটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) রাতে তারাব পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক ও হেলপার আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ কাভার্ড ভ্যান আটক করেছে। একটি কাভার্ড ভ্যান থানায় নিয়ে গেছে। অপর দুটি ঘটনাস্থলেই রয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

প্রিমিয়াম সিমেন্ট এর কভার্ড ভ্যান (ঢাক-মেট্রো-ট-১১-৪৮৩৯ ) ,নাছরিন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কভার্ড ভ্যান (ঢাকা -মেট্রো – ট – ১৮-৮৫৫৭), মেসার্স মোল্লা ট্রান্সপোর্ট এজেন্সি কভার ভ্যান (ঢাকা-মেট্রো – ট -১৩-৪৩৬৪) গাড়ি দুঘর্টনার কবলে পড়েছে।