সংবাদচর্চা রিপোর্ট:
করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তার রোধে অত্যাধিক ঝুঁকি বিবেচনায় (রেড জোন) রূপগঞ্জ ইউনিয়নে ৪র্থ দিনে কঠোর লকডাউন পালিত হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেট মাঠে ছিলো। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মমতাজ বেগম লকডাউন এলাকা পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, আফিফা খাঁন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভূইয়া ।
মমতাজ বেগম বলেন, ৪র্থ দিন কঠোর ভাবে লকডাউন পালিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনকে সহযোগিতা করছে। ভ্যানগাড়ির মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে সবজি মাছসহ কাঁচাবাজার পৌছে দেওয়া হচ্ছে। ওষুধ সরবরাহ করা হচ্ছে। ১১ জুন রাত ১২ টা হতে লকডাউন শুরু হয়েছে । প্রতিদিন সকাল ৬ টা থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন টহল দিচ্ছে ।
এদিকে লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমান আদালত ৫ জনকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছে। লকডাউন অমান্য করায় তাদেরকে জরিমানা করা হয়।