আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ঈদ উপহার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

লকডাউন এবং পবিত্র রমজান উপলক্ষে রূপগঞ্জে ১ হাজার ২ শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরনায় সোমবার (৩ মে) দুপুরে রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রারি অফিসের সামনে এ উপহার সামগ্রী বিতরন করেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা ইঞ্জি.শেখ সাইফুল ইসলাম, মতিউর রহমান আকন্দ, হাবিবুর রহমান হারেজ, ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসানসহ অনেকে।