আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইক্বরা খেলা ঘর আসরের দ্বিতীয় সম্মেলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নয় শিক্ষা নয় ভয় চাই শিক্ষা আনন্দময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইক্বরা খেলা ঘর আসরের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভূলতা ইউনিয়নের ইক্বরা কিন্ডারগার্টেনে খেলা ঘর আসরের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ভোধন করেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

এমপি গাজী বলেন, ১৯৫৬ সালে আমিও খেলা ঘরের সদস্য ছিলাম। খেলা ঘর শিশুর বিকাশে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখে শিশুদের দেশপ্রেমে উদ্বোধ করে। আমাদের মাতৃভাষা ও স্বাধীনতা যুদ্ধে খেলাঘরের সদস্যদের অনেক অবদান রয়েছে। শিশুদেরকে জঙ্গি, মাদকমুক্ত করে গড়ে তুলতে হবে যাতে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা,আহ্বায়ক সম্মেলন পরিষদ মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমির হোসেন প্রধান, ভূলতা ইউনিয়নের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া, রূপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে এ এম রেজাউল করিম মানজুর, ‍আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রথীন চক্রবর্তী, ডাঃ এম এইচ চৌধুরী লেলিন, মোখলেছুর রহমান সাগর, জহিরুল ইসলাম জহির, তৌহিদ রিপন, ফারুক মহসিন, ডাঃ বিলকিছ চৌধুরী প্রমূখ।

স্পন্সরেড আর্টিকেলঃ