রূপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় ৫ দিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কর্ণগোপ এলাকায় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে এ আলোচনা সভা আনুষ্ঠিত হয়। ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল প্রফেসর ডাক্তার বিজয় কুমার সরকার (অবঃ) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর ডাক্তার একেএম মাহাবুবুল হক (অবঃ) , ইউএস বাংলা মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সৈয়দা নুরুননেছা বেগম, অধ্যাপক ডাক্তার মেহেরুননেছা বেগম, অধ্যাপক ডাক্তার আবিদা আহম্মেদ, ডাক্তার সিএম রেজা কোরাইশী ফরহাদ প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আবদান রয়েছে। দেশের কমিনিটি ক্লিনিক স্থাপন করায় জনগন কাছে থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছে । আমরা ও এ লক্ষ্যে জনগনের সেবা দিয়ে যাচ্ছি।