আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ


রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে পৃথক স্থানে সুমাইয়া শারমিন (১৫) ও সানজিদা আক্তার (১৬) নামে দুই স্কুল শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণখালী হাবিবনগড় ও পিতলগঞ্জ এলাকায় নিজে উপস্থিত থেকে ইউএনও আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দুটি বাল্য বিয়ে বন্ধ করেন।
সুমাইয়া শারমিন ব্রাক্ষণখালী হাবিবনগড় এলাকার আযাহারুল ইসলাম রিপনের মেয়ে। এছাড়া তিনি স্থানীয় এইচ আর মডেল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এছাড়া সানজিদা আক্তার পিতলগঞ্জ এলাকার শহিদুল্লাহ মিয়ার ভাগ্নে। মামার পরিচয়ে বড়হ য় সানজিদা আক্তার। তিনি স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
ইউএনও জানান, সানজিদা আক্তার ও সুমাইয়া শারমিনের বাল্য বিয়ে দেয়া হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পান তিনি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুটি বাল্য বিয়েই বন্ধ করে দেয়া হয়। এছাড়া উভয় পরিবারের সদস্যরা প্রতিশ্রতি দিয়েছেন, পূর্ন বয়স না হওয়া পর্যন্ত তারা বাল্য বিয়ে দিবেন না।