আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আ.লীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ ও হতদরিদ্রদের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরন ক‌রেছেন ।  বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ছনি, বাগেরআগা, টেকনোয়াদ্দা, ইছাপুরা, বাড়িয়াছনি এলাকায় নিজ গাড়ীতে করে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করেন তিনি।

এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহ-সভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, যুবলীগ নেতা জয়নাল, আওয়ামী লীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।