আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রূপগঞ্জে আ.লীগের

রূপগঞ্জে আ.লীগের

সংবাদচর্চা ডটকম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে  রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠন ও আলোচনা সভা ক‌রে‌ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড অাওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠন।

বৃহস্পতিবার বি‌কে‌লে উপজেলার গোয়ালপাড়া এলাকায় গোয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নারায়ণগঞ্জ-১ অাস‌নের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উ‌দ্যো‌গে  আওয়ামীলীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা সম্পর্কে কমিটি গঠন ও আলোচনা সভা ক‌রে‌ উপজেলা আওয়ামীলীগ।

এ সময়  বক্তারা বলেন, বর্তমান সরকা‌রের অাম‌লে রূপগঞ্জ উপ‌জেলায় সর্ব‌ক্ষে‌ত্রে যে প‌রিমান উন্নয়নমূলক কাজ হ‌য়ে‌ছে, অতী‌তে কোন সরকা‌রের অাম‌লে এ‌তো উন্নয়ন হয়নি। এ সময় তারা, রূপগ‌ঞ্জের উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে অাগামী জাতীয় সংসদ নির্বাচ‌নে অাবারো নারায়ণগঞ্জ-১ অাস‌নের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক‌কে নোর্কা প্রতী‌কে ভোট দি‌য়ে সংসদ সদস্য নির্বা‌চিত কর‌তে সবার প্র‌তি অাহবান জানান।

রূপগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশার সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামীলী‌গের সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী অালম নীলা, অাওয়ামীলীগ নেতা ওবায়দুল ম‌জিদ জু‌য়েল মাষ্টার, ‌মোহাম্মদ সাহাবু‌দ্দিন ভুঁইয়া ও অাব্দুল অালীম, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মুশ‌ফিকুর রহমান রিপন, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপ‌জেলা যুবলী‌গের সহসভাপতি হাফেজ খালেদ হাসান, উপ‌জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ সদর ইউ‌নিয়ন ম‌হিলা লী‌গের সভাপ‌তি রা‌বেয়া অাক্তার, সাধারন সম্পাদক লা‌কি অাক্তার, রূপগঞ্জ সদর ইউ‌নিয়ন যুবম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক অা‌ন্নি অাক্তার রুনাসহ অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ