আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আ.লীগের পদধারী ১ হাজার ৬ শ ৫০ জন নেতা এমপি গাজীর উপর আস্থাশীল

নবকুমার: 

রূপগঞ্জ উপজেলা কে নিয়ে নারায়ণগঞ্জ ১ আসন গঠিত। এখানে ২ টি পৌরসভা ১ টি সাংগঠনিক ও ৭ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের ১ হাজার ৬শ ৫০ জন পদধারী নেতা নারায়ণগঞ্জ ১ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ঠ শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। তারা সবাই আগামী নির্বাচনে গোলাম দস্তগীর গাজীকে বিজয়ী করতে মাঠে কাজ করছে। সম্প্রতি আওয়ামী লীগের মনোনয়ন ইস্যুতে একটি পত্রিকায় বলা হয়েছে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বড় অসহায় হয়েছে পড়ছে তার পাশে কেউ নেই। এমন খবর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানতে পেরে তারা  প্রতিবাদের ঝড় তোলে ওই পত্রিকার নিউজের বিরুদ্ধে । রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল সংবাদ সম্মেলন করছে ।

সংবাদ সম্মেলনে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৩৪ জন নেতার মধ্যে ২৬ জন গোলাম দস্তগীর গাজীর পক্ষে রয়েছে। রূপগঞ্জ উপজেলার ৯০টি ওয়ার্ডের মধ্যে ৮১ টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১ শ ৬২ জন নেতা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে। রূপগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পদধারী সকল নেতারা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে।

রূপগঞ্জ উপজেলার তারাব ও কাঞ্চন পৌর সভার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল পদ ধারী নেতা এমপি গাজীর পক্ষে কাজ করছে।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হাছিনা গাজী ও সাধারণ  সম্পাদক শীলা রানী পাল সহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী ২শ ৪ জন নেত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ পৌরসভা , ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী ২শ ৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে।

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের  ও সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া সহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী ২শ ৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে।

রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া ও সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা সহ পৌরসভার ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী প্রায় ২শ ৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে ।

রূপগঞ্জ উপজেলা কৃষক লীগ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী প্রায় ২শ ৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর পক্ষে কাজ করছে।

রূপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী প্রায় ২০৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে।

রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগ পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ডের পদধারী প্রায় ২শ ৪ জন নেতা গোলাম দস্তগীর গাজীর  পক্ষে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করা জন্য কাজ করছে।

উপজেলা আওয়ামী লীগের তোফাজ্জল হোসেন মোল্লা বলেন, গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের সাধারণ মানুষের হৃদয় জয় করতে পেরেছে। আমরা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজীর পক্ষে আছি এবং থাকব।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী মানেই উন্নয়ন । গাজী মানেই আওয়ামী লীগের নবজাগরণ। গতকাল একটি পত্রিকায় নিউজ প্রকাশ করছে গাজী সাহেব নাকি রূপগঞ্জে অসহায় তার সাথে কেউ নেই। এটা মিথ্যা এবং বানোয়াট খবর । রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঐ সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আগামী নির্বাচনে রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর বিকল্প নেই।

রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বলেন, একটি চক্র মনোনয়ন পাবে না জেনে মহাজোটের প্রার্থী হিসেবে এরশাদ কে দিয়ে রূপগঞ্জে মনোনয়ন তোলাইছে। রূপগঞ্জে জাপার তেমন ভোট নাই। এটা ষড়যন্ত্র কারীদের চাল। ওরা জোট বেধে মনোনয়ন তুলেছে ,ওরা নেত্রীর কাছে গিয়ে বলবে আমরা সবাই ওমককে সমথন করলাম গাজীকে বাদ দেন। আমরা ওদের ষড়যন্ত্র রুখে দিতে মনোনয়ন তুলেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম,প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল,যুগ্নসম্পাদক কৃষ্ণ দয়াল দাস, অর্থ বিষয়ক সম্পাদক রমাকান্ত সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারাব পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোল্লা, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, ভোলাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারন সম্পাদক হাসান আসকারী, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক বজলুর রহমান বজলু, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামীলীগের ছাত্তার চৌধুরী, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি রফিকুল ইসলাম ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া,

উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ মারফত আলী, সালাউদ্দিন ভুঁইয়া, আজমত আলী, মতিউর রহমান আকন্দ ও ওবায়দুল মজিদ জুয়েল, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক মোঃ নাঈম ভুঁইয়া, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক শাহীন মালুম, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহেদ আলী, তারাব পৌর সভার কাউন্সিলর আলহাজ্ব নজরুল মফিজ,আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, তারাব পৌরযুবলীগের যুগ্মসাধারণ মো: জাকারিয়া মোল্লা,তারাব পৌর যুবমহিলা লীগের সভাপতি সানজিদা পারুল,সাধারণ সম্পাদক শিল্পী আহমেদ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, সাপ্তাহিক রূপকণ্ঠ পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক আবু জাবের বাবুল, জাতীয় শ্রমিকলীগ তারাব আঞ্চলিক শাখার সভাপতি আলী হোসেন প্রধান, সাধারন সম্পাদক মোবারক হোসেন খান শাহিন ,তারাব সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ।