আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৩১ মার্চ শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে । রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধান কার্যালয় আসাদ মার্কেটে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মশিউর রহমান তারেক । সভায় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইঁয়া বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। আমাদের নেতা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয় রূপগঞ্জে বহু উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা গাজী স্যারের সাথে আছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মহোদয়কে পুনরায় নৌকা প্রতীকে বিজয়ী করবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপ্,ু রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব রমজান আলী, ইউপি সদস্য আওলাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুক মিয়া, আব্দুল আলীম সরকার, ওসমান গণি ভুইঁয়া খোকন ,আব্দুর রউফ, নাজিমউদ্দীন কুসুম, আব্দুস সালাম,আসাদ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, হারুন অর রশিদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা বাসেল আহম্মেদ পিস্টন, রাব্বি হাসান রাসেল, কালাম সরকার,আবু সুফিয়ান। এসময় ছাত্রলীগ নেতা আরিফ খান জয়,রাশিদুল ইসলাম,হৃদয় মিয়া,মিঠু,অপূর্ব, রনি,রানা,রায়হান,মোমেন উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।