আজ শনিবার, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অপটিক্যাল ফাইবার তার চুরি

রূপগঞ্জে ৩ হাজার মিটার কোর  অপটিক্যাল ফাইবার তার চুরি হয়েছে। যার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। ১১ মে  এঘটনা ঘটে। তার চুরির অভিযোগ উঠেছে রূপগঞ্জ উপজেলার হিরানাল এলাকার তারাজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির মিঠুর বিরুদ্ধে। এঘটনা আরো জড়িত রয়েছে  আনোয়ার হোসেনের ছেলে সানাউল্লাহ,নবী মিয়া, গলান এলাকার  আহমদ হোসেনের ছেলে আরিফ হোসেন, কালীগঞ্জের রাথুরা এলাকার  সাজু মিয়ার ছেলে রোমান মিয়া,বেলদী  এলাকার  হাসিবুর মিয়া, সানি মিয়া,

অপটিক্যাল ফাইবার তারের মালিক বাদল ভুইয়া চুরির ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। পরে পুলিশ নবীর নামে একজন চোরকে গ্রেপ্তার করেছে ।