বিপ্লব হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের রিফাত (২০) নামের এক ইজিবাইক চালককে অজ্ঞান করে মোবাইল ফোন ও নগদ টাকাসহ ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে উপজেলার আধুরীয়া চেকপোষ্ট এলাকায় এ ঘটনাটি ঘটে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিজয় নগর এলাকার রবিউলের ছেলে রিফাত। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গোলাকান্দাইল স্ট্যান্ডের চালক আনোয়ার হোসেন জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে চালক রিফাত ইজিবাইকে করে যাত্রী নিয়ে বান্টি এলাকার উদ্দেশ্যে বের হয়। পরে আড়াইহাজার উপজেলার বান্টি বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী গোলাকান্দাইল যাবে বলে রিফাতের গাড়িতে ওঠে। গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথিমধ্যে চালক ইজিবাইক নিয়ে উপজেলার আধুরীয়া চেকপোষ্ট পৌঁছলে অজ্ঞাত যাত্রীরা কৌশলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ও মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা অচেতন অবস্থায় চালক রিফাতকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। রিফাতের বাবা রবিউল জানান, আামাদের সংসারে অভাব অনটন থাকায় আমার ছেলে রিফাত ব্যাটারিচালিত ইজিবাইক চালিয়ে সংসার চালানোর জন্য আমাকে সাহায্য করত। প্রতিদিনের মতো আজও সে বেরিয়েছিল। রাতে লোক মারফত খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। রূপগঞ্জ থানার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ বিষয়ে আমার জানা নাই তবে কেউ যদি অভিযোগ করে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।